গাইবান্ধা : গাইবান্ধা -১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) ডাঃ আব্দুল কাদের খান কারাগারে অসুস্থ্য হয়ে পড়েছেন। তিনি একই আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার অভিযোগে গত বছরের ২১ শে ফেব্রুয়ারী গ্রেফতার হন। সেই থেকে তিনি জেলা কারাগারে আছেন।
আদালত সূত্রে জানা যায়, জেলা ও দায়রা জজ আদালতে রোববার ওই মামলায় বাদির স্বাক্ষীর জন্য দিন ধর্য ছিল। সেই হিসেবে এমপি লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলি হাজির দেন। কারাগার থেকে মামলায় অভিযুক্তদের আদালতে আনা হয়। তাদের মধ্যে সাবেক এমপি আব্দুল কাদের খান অসুস্থ্য হয়ে পড়ায় আদালতে সময়ের আবেদন জানান আসামির আইনজীবি। এছাড়াও আসামি পক্ষের অপর এক আইনজীবি ঢাকায় রয়েছেন। এ সব কারণে ওই মামলায় সাক্ষীর জবানবন্দি গ্রহণ হয়নি।
জেলা ও দায়রা জজ আদালতের জিআরও শফিকুল ইসলাম শফিক এ তথ্য নিশ্চিত করে জানান,ওই মামলার সাক্ষীর জন্য আগামি ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। সেই হিসেবে ওই দিন মামলার বাদি ফাহমিদার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, গাইবান্ধা জেলা কারাগারের জেলার রেজা মিয়া জানান, অসুস্থ্য আব্দুল কাদের খানকে কারাগারে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি কি রোগে অসুস্থ্য হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজবাড়ীতে দুর্বৃত্তদেও গুলিতে নিহত হন এম লিটন। এ ঘটনায় তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলি বাদি হয়ে অজ্ঞাত পরিচয়ে ৪-৫ জন দুর্বৃত্তকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন।