
গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শুক্রবার রাতভর অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৮ হাজার টাকা মুল্যের ২৭০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটকরা হলেন,সদর উপজেলার ত্রিমোহনী ফরাজিপাড়া জামে মসজিদ এলাকার হাসেন আলীর ছেলে রেজ্জাকুল ইসলাম (৩০) ও পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছি গ্রামের রাসেল সরকারের স্ত্রী শাপলা বেগম (২৮)। এদের মধ্যে শাপলার বেগমের নিকট থেকে ১৫০ ও রেজ্জাকুলের নিকট থেকে ১২০ পিস ইয়াবা ছিল।

গাইবান্ধা ডিবি’র ওসি মেহেদী হাসান “দশের খবর”কে এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর ও পলাশবাড়ী থানায় মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে উভয়কে জেলা কারাগারে পাঠানো হয়েছে।