গাইবান্ধায় ২শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

 

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায়  ২শ’ পিস ইয়াবাসহ সিরাজুল মনির (৩০) নামের এক যুবককে  আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৮ মার্চ) দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খেওড়াদিঘি এলাকায় থেকে তাকে আটক করা হয়।

আটক সিরাজুল একই ইউনিয়নের বল্লমঝাড় গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে।

গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ কে এম  মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আটক সিরাজুলের বিরুদ্ধে পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

শর্টলিংকঃ