পলাশবাড়ীত দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ১৯

স্টাফ রিপোর্টার : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুই সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং অন্ততপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত এ পৃথক দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টায় উপজেলার জুনদহ এলাকা ও সকাল ১০টার দিকে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সরকার পাম্পের সামনে দুর্ঘটনা দু’টি ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার, জানান, রড সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুই নারীসহ সাতজনের মৃত্যু হয়। এখানো উদ্ধার কাজ চলছে বলে জানান ওসি।

এরআগে, সকাল ১০টার দিকে পলাশবাড়ী এলাকার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সরকার পাম্পের সামনে যাত্রীবাহীবাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে  ঘটনা স্থলে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে সেখানে একজন মারা যান।

নিহতরা হচ্ছেন- গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগন গ্রামের কালাম হোসেনের ছেলে জাকির হোসেন (২৫),  শুটকু মিয়ার ছেলে খুসরু (৪৫) ও সাদেকুল ইসলামের ছেলে রাজু মিয়া (২৮)। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী সদরে ঢাকা রংপুর মহাসড়কে দক্ষিণ বন্দর এলাকায় সকাল ১০ টায় রংপুরের সিঙ্গেরগাড়ী হতে ছেড়ে আসা রিজাভ মিনিবাস এস এন ট্রাভেলস পরিবহনের সামনে চাকা পাম্পচার হয়ে  রাস্তার পাশে দাড়িয়ে থাকা নির্মাণ শ্রমিক বোঝাই  ট্রলিকে ধাক্কা দেয়। এতে ৪ জন শ্রমিক নিহত হন আহত হন ১০ জন।

 

শর্টলিংকঃ