গাইবান্ধায় ব্যবসায়ীর ওপর হামলায় তিনদিনেও মামলা হয়নি

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদরের পুরাতন জেলখানা এলাকায় ‘শান্ত কনফেকশনারী’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক জিহাদকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।ওই প্রতিষ্ঠানের পিছনের জায়গা দখল নিতে এ তান্ডব চালায় পাশ^বর্তী ‘শান্ত কনফেকশনারী’ প্রতিষ্ঠানের মালিক মাহাবুবার রহমান ও তার পক্ষের লোকজন। সোমবার এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী জিহাদ হোসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে এজাহার পাওয়ার কথা স্বীকার করলেও তা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করছেনা সদর থানা পুলিশ।

ব্যবসায়ী জিহাদের বড় ভাই জাভেদ হোসেন জানান, ১৯৮১ সালে আমার বাবা মৃত নিজাম উদ্দিন তৎকালিন ‘বিল্ডিং ডিভিশন রংপুর’ বর্তমানে গণপূর্ত বিভাগ থেকে ৬ ফিট বাই ১০ ফিট জায়গা দোকানের জন্য লিজ নেন যা পুরাতন জেল বিল্ডিং ও মুনসেফ কোর্টের মাঝে পানি নিস্কাশন ড্রেনের উপর অবস্থিত।

মাহাবুবার রহমান নামে পাশ্ববর্তী মারিয়া বেকারীর মালিক আমাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের পিছনে জায়গা দীর্ঘদিন থেকে দখলে চেষ্টা করে আসছেন। এরই এক পর্যায়ে ঘটনার দিন মাহাবুবার রহমান আমাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের পিছনের অংশ প্রাচীর দিয়ে দখলে নিচ্ছিলেন। এ বিষয়ে আমার অভিযোগের প্রেক্ষীতে পুলিশ তাকে অবৈধ ভাবে প্রাচীর দিতে বারন করে। কিন্তু মাহাবুবর রহমান তা তোয়াক্কা না করে প্রাচীর দেন। এ প্রসঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করেও মাহাবুবর রহমানকে পাওয়া যায়নি।

এ খবর পেয়ে জিহাদ সেখানে গেলে মাহাবুবর ও তার পক্ষের লোকজন তাকে অ্যালোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শরীর থেকে প্রচুর রক্তক্ষরনের ফলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করেন।

এদিকে ৫ ফেব্রুয়ারী অভিযোগ দেওয়ার পরও তিনদিন পেরিয়ে গেলেও বিষয়টি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেনি থানা পুলিশ। তবে সদর থানার ওসি জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শর্টলিংকঃ