গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (০৪ মার্চ) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। জবেদ আলী ওই গ্রামের মৃত মেসের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে জবেদ আলী বাঁশ কাটার জন্য বাঁশ বাগানে গেলে বাঁশের মধ্যে বিদ্যুতের তার লেগে তার ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শর্টলিংকঃ