গাইবান্ধা প্রতিনিধি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে গাইবান্ধা জেলা শহরে বৃহস্পতিবার বিএনপি, মহিলা দল, ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল ছত্রভঙ্গ করে দিতে পুলিশ লাঠিচার্জ ও দু’স্থানে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশ ২০ নেতাকর্মীকে আটক করে বলে জেলা বিএনপির দাবী ।
রায় ঘোষণার পর জেলা জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহমেদের নের্তৃত্বে ডিবি রোডে একটি বিক্ষোভ মিছিল বের হলে মহিলা কলেজের সামনে পুলিশ মিছিলটিকে বাধা দেয় এবং ৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয় । এসময় খন্দকার আহাদ আহমেদ, বিএনপি নেত্রী দিলরুবা বানু ঝর্ণা, তমা, মুনমুনসহ ৬ জনকে আটক করা হয়। এছাড়া শহরের কাঠপট্টি এলাকা থেকে মিছিল করার সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, শহর যুবদলের সভাপতি রাগিব হাসান উৎপলসহ ৩ জন নেতাকর্মীকে আটক করা হয়।
রায় ঘোষণার আগে জেলা ছাত্রদল সভাপতি জাকারিয়া খন্দকার জিমের নেতৃত্বে একটি মিছিল জেলা বিএনপি কার্যালয়ের দিকে এলে ১নং ট্রাফিক মোড়ে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় ৭ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। সেখানে জাকারিয়া খন্দকার জিম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিউর রহমান রনি, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন আনাম, শাহীনসহ ১১ জনকে আটক করে পুলিশ।
সদর থানার ওসি খাঁন মো. শাহারিয়ার জানান, ছাত্রদলের মিছিলটি দলীয় কার্যালয়ের পাশে আসলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। এসময় ৭ রাউন্ডফাঁকা গুলি ছোড়া হয়। এসময় ১১ জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশ টহল আরও জোরদার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।