গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠানরত নাহিদ গ্র“প প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লীগের দ্বিতীয় খেলায় বৃহস্পতিবার সুপন্থি ক্রীড়া চক্র ১০ উইকেটে কিশলয় ক্রীড়া চক্রকে পরাজিত করে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কিশলয় ক্রীড়া চক্র ২১.৫ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৪৬ রান করে। জবাবে সুপন্থি ক্রীড়া চক্র ১১.১ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪৭ রান তুলে জয়ের লক্ষ্যে পৌছায়। সুপন্থির রাতুল ৪ ওভারে ৪ উইকেট নিয়ে ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবারের খেলায় অংশ নেবে মোহাম্মদ খালেদ স্মৃতি সংসদ ও কিশলয় ক্রীড়া চক্র।