গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বকশিগঞ্জ বাজার এলাকায় বুধবার ভোর রাতে তছলিম উদ্দিন বিদ্যা নিকেতন ও বকশিগঞ্জ আইডিয়াল নি¤œ মাধ্যমিক বিদ্যালয় নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। আগুনে শ্রেণিকক্ষ, ল্যাপটপ, কম্পিউটার, ফটোস্ট্যাট মেশিন, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষের দাবী।
স্থানীয়রা জানায়, হঠাৎ করেই বিদ্যালয়ে আগুন দেখা যায়। আগুন ছড়িয়ে পড়লে একটি অফিসকক্ষ, দুটি শ্রেণিকক্ষ, দরজা-জানালা, চেয়ার, টেবিল, বেঞ্চ, বই, খাতা, স্কুলের জমির দলিল, মূল সনদপত্র, নগদ এক লাখ টাকা ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মুল সনদপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
বিদ্যালয় দু’টির পরিচালক রুহুল আমিন বলেন, স্কুল দুটিতে ৮০০ শিক্ষার্থী রয়েছে। আগুনে দলিল, মুল্যবান কাগজপত্র, একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, একটি ফটোস্টাট মেশিন, অফিস ও শ্রেণি কক্ষের আসবাবপত্র এবং নগদ এক লাখ টাকা পুড়ে ছাই হয়েছে। এছাড়া শিক্ষা সমাপনীর মুল সার্টিফিকেট পুড়ে গেছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তার অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের জন্যই দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। আগুনে প্রতিষ্ঠানের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। সাদুল্যাপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, আগুন দেওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে। এছাড়া জড়িতদের সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।