গাইবান্ধায় দাখিল পরীক্ষার উত্তরপত্রসহ আটক ১


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রসহ এক ফটোস্ট্যাট ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার পরীক্ষা চলার সময় কামদিয়া এলাকা থেকে ২৯টি অতিরিক্ত উত্তরপত্রসহ আয়েজাবাদ গ্রামের ওয়াহেদুল মিয়ার ছেলে কাজল (৩২) কে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, কাজল তার ‘কাজল ডিজিটাল স্টুডিও এন্ড ফটোস্ট্যাট’ দোকানের ভিতরে অতিরিক্ত উত্তরপত্র লেখার সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৯টি ফাঁকা আতিরিক্ত উত্তরপত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দাখিল বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে ২৯টি অতিরিক্ত উত্তরপত্রসহ কাজলকে হাতেনাতে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। কাজলের সাথে আরো যারা জড়িত তাদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

শর্টলিংকঃ