গাইবান্ধায় তিনদিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

সরকারি-বেসরকারি সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে বৃহস্পতিবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গনে তিনদিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত এই মেলা চলবে। মেলায় সরকারি-বেসরকারি ও বিভিন্ন ইউনিয়নের ৭৮টি স্টল বসানো হয়েছে।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। উল্লেখ্য, মেলায় প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

শর্টলিংকঃ