গাইবান্ধায় চার পুলিশ হত্যা মামলার চার্জ গঠন রবিবার


গাইবান্ধা প্রতিনিধি  : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা মামলায় দুইশ আটাশজন আসামির বিরুদ্ধে রবিবার চার্জ গঠন করা হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী আহমেদ চার্জ গঠন করবেন।

আদালত সুত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী মানবতা বিরোধী মামলায় দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে জামায়াত শিবিরের ক্যাডাররা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা করে। এ সময় তারা পুলিশ তদন্ত কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়াসহ তোজাম্মেল হক, হযরত আলী, বাবলু মিয়া ও নাজিম উদ্দিন নামে চার পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে জামায়াত শিবিরের ২৩৫ জন ক্যাডারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এদের মধ্যে ৩ জন নিহত, ৩ জন পলাতক ও ১জন কারাবন্দি আছেন। বাকি ২২৮ জন জামিনে রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) শফিকুল ইসলাম জানান, আগামি ৪ মার্চ ওই মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য করেন আদালত। সেই অনুযায়ী রবিবার সংশ্লিষ্ট আসামির উপস্থিতিতে চার্জ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম শুরু হবে।

শর্টলিংকঃ