গাইবান্ধা প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরূদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে বুধবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে গণ অনশন জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে গণ অনশন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি সাইফুল আলম সাজা। জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মোন্নাফ আলগীর, সাবেক সাধারণ সম্পাদক কামরূল হাসান সেলিম, খলিলুর রহমান খলিল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, এ্যাড, মঞ্জুর মোশেৃদ বাবু, আনিছুর রহমান নাদিম, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, আলমগীর সাদুল্যা দুদু, এ্যাড সেকেন্দার আযম আনাম, এ্যাড, আঃ হালিম প্রামানিক, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সাদুল্যাপুর থানা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামছুল হাসান সামছুল, সুন্দরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোজাহারূল ইসলাম, কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, এসএম হুনানা হক্কানী, আবু আলা মওদুদ, এ্যাড. আব্দুল সালাম মিয়া, আব্দুর রাজ্জাক ভুট্টু, শফিউল আলম রাজা, সাজ্জাদ হোসেন পল্টন, মাহমুদুল ইসলাম প্রামানিক, কার্জন চৌধরী, শফিকুল করিম দোলন, মকছুদার রহমান চৌধুরী, সাইদুর রহমান, আবু বকর সিদ্দিক স্বপন, শামীম আ্হামেদ পলাশ, গোবিন্দগঞ্জ থানা যুবদল সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, এসএম কামাল হোসেন, আব্দুল হাই, রাগীব চৌধুরী, শফিকুর রহমান খোকা, শেখ নজরূল, ফেরদৌস ্আলম লিটন, শাহেদ হোসেন, রূবি বেগম, শোভা বেগম, মাধুরী রানী, মুনমুন বেগম প্রমুখ। বক্তারা প্রত্যেকেই আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।