গাইবান্ধায় কাঠবোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত

গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় একটি মাটিবাহী ট্রাক্টরকে(কাকড়া)সাইড দিতে গিয়ে কাঠবোঝাই ট্রাক উল্টে মমিনুল(৩৮)নামে একজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

গাইবান্ধা-নাকাইহাট সড়কের জগৎরায় গোপালপুর নামক স্থানে রোববার(১৮মার্চ)রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম পেশায় একজন শ্রমিক। তিনি জেলার সাদুল্লাপুর উপজেলার হিঙ্গারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, একটি মাটিবাহী কাকড়া নাকাইহাটের দিকে যাচ্ছিল।বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাক  (ঢাকা মেট্রো-ট-১৪৯৯৭২)  কাকড়াকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই  মমিনুল মারা যান। আহত হন ৩ জন। আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন,সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাইয়ুম ও তার ছেলে কামরুজ্জামান এবং সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের ফকিরপাড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে রফিকুল।

শর্টলিংকঃ