
গাইবান্ধা : স্বল্পোন্নত দেশের স্ট্যাাটাস হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর আওতায় শনিবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে গ্রামীণ ঐতিহ্যবাহি লাঠি খেলা ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এই খেলাধুলার আয়োজন করে। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এই লাঠি খেলা ও কাবাডি অনুষ্ঠানের উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া, গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।
উলে্লখ্য, খেলায় সদর ও সুন্দরগঞ্জ উপজেলা এ দুটি দল অংশ গ্রহণ করে। এছাড়া কাবাডি খেলায় ৪টি দল সাঘাটা, সুন্দরগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্যাপুর উপজেলা দল অংশ গ্রহণ করে। এরমধ্যে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ি উপজেলা দল এবং রানার্সআপ হয় সাদুল্যাপুর উপজেলা দল।