গাইবান্ধার সাংবাদিক জাভেদের বিরুদ্ধে মামলা কেন?

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব জাভেদ হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শহরের পুর্বপাড়া এলাকার মৃত মকবুলার রহমানের ছেলে মাহাবুবার রহমান ১২ ফেব্রুয়ারী পাঁচ লাখ টাকা চাদাঁবাজির অভিযোগ এনে এই মামলা করেন। সচেতন মহলের প্রশ্ন-এই সাংবাদিক নেতার বিরুদ্ধে কেন এই মামলা। কি ছিল তার অপরাধ!

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ ফেব্রুয়ারি মাহাবুবার রহমানসহ ছয়জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন সাংবাদিক জাভেদ হোসেনের ছোট ভাই জিহাদ হোসেনের স্ত্রী ববি বেগম। সেই মামলায় বলা হয়, জেলা শহরের পুরাতন জজকোর্ট এলাকায় মাহাবুবার রহমানের দোকানের পাশে লীজকৃত গণপুর্তের জায়গায় জিহাদ হোসেনের একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি দুপুরে জিহাদ হোসেনের দোকানের পেছনে মাহাবুবার রহমান তার লোকজন নিয়ে নতুন করে ঘর তৈরি করছিলেন। এসময় সেখানে গিয়ে কাজ করতে নিষেধ করলে জিহাদ হোসেনকে মারধর করে গুরুতর জখম করেন তারা। জিহাদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতাল ভর্তি করানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

এদিকে, ববির মামলায় অভিযুক্তরা পরের দিন ১২ ফেব্রুয়ারী সাংবাদিক নেতা জাভেদ হোসেনসহ দুইজনের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে সদর থানায় মামলা করেন। সূত্রমতে, ওই দিনের ঘটনায় জখমী ভাইয়ের চিকিৎসার কাজে ব্যস্ত থাকার মামলা দিতে বিলম্ভ হয়। কিন্তু ৩ ফেব্রুয়ারী চাঁদাবাজির ঘটনা দেখানো হলেও সাংবাদিক পরিবারের মামলার একদিন পর অর্থাৎ ঘটনার দশ দিন পর মামলার করার কারণ কি?

দ্বিতীয়ত জামিন না হয়ে মামলায় অভিযুক্ত মাহাবুবার রহমান কি ভাবে স্বশরীরে থানায় উপস্থিত হয়ে মামলা করলেন! এটা পাঠকের বোধগাম্য নয়। তবে সদর থানার ওসি খাঁন মো. শাহারিয়ার এ অভিযোগ নাকচ করে বলেন, অভিযুক্ত মাহাবুবর রহমান নিজে থানায় আসেননি। অন্যের মাধ্যমে পাওয়া তার স্বাক্ষরিত অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। সচেতন মহলের প্রশ্ন- মাহাবুবর রহমান অসুস্থ্য হয়ে কোন হাসপাতালেও নেই, এমনকি দেশের বাইরেও নন। বিশিষ্ট আইনজীবি সিরাজুল ইসলাম বাবু বলেন,চাঁদাবাজির অভিযোগ “সেনসেটিভ” বিষয় । এ ক্ষেত্রে বাদিকে জিজ্ঞাসাবাদ না করে মামলা রেকর্ড করা রহস্যজনক ।কে নাড়ছে-এই মামলার কলবব্জ! বিভিন্ন সূত্র ও সচেতন মহল যাই কিছু বলুক না কেন-এ প্রশ্নের উত্তর খুঁজলেই বেরিয়ে আসবে থলের বিড়াল।

এদিকে, সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার নেতারা। তারা বলেন, এখানে চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি। মুলত দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই সূত্রধরে এসব মামলার সূত্রপাত ঘটে।

শর্টলিংকঃ