
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় গাইবান্ধা বিএমএসএফের আহবায়ক আব্দুল হান্নান আকন্দ, যুগ্ন আহবায়ক খালেদ হোসেন, আশরাফুল ইসলাম , সদস্য আশরাফুজ্জামান ও রবিন সেন উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় কালে, দেশ ও জাতী গঠনে সাংবাদিকদের ভূমিকা উল্লেখ করে নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় নাবাগত পুলিশ সুপারকে বিএমএসএফের সদস্য সচিব জাভেদ হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার বিষয়টি অবগত করা হয়। এরই প্রেক্ষীতে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।