
খুলনা : মশার কয়েল থেকে খুলনার ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। এ অগ্নিকান্ডে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। শুক্রবার ভোর ৫টার দিকে মহানগরীর পশ্চিম রূপসা এলাকার খানজাহান আলী রোডের সিঙ্গার শো রুমের বিপরীতের ফার্নিচার মার্কেটে মশার কয়েল থেকে আগুণের সূত্রপাত ঘটে। সকাল ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়।
স্থানীয়দের ধারণা, ভোরে মশার কয়েল থেকে ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ডে সূত্রপাত ঘটে। আগুন মূহূতের মধ্যে পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। একে একে ফার্নিচার মার্কেটের দোকানগুলো পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফার্নিচার মার্কেটের কালামের দোকানের কর্মচারী কুতুব উদ্দিন বলেন, খবর পেয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এতে আমার মালিকের দোকান, হানিফ, ইসমাইল, হারুন, রুবেল, শহিদুল, রফিকুল ও পলির মায়ের দোকানসহ ১৩/১৪টি দোকান পুড়ে যায়।
টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন এ প্রতিবেদককে জানান, আগুনের খবর পেয়ে আমাদের স্টেশনের দুইটি ও বয়রা স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থানে যায়। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।