
খুলনা: মহানগরীর খানজাহান আলী থানাধীন খুলনা বাইপাস সড়কের বিকেএসপি সংলগ্ন এফআর জুটমিল লিমিটেড-এ ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টারদিকে মিলের ২নম্বর স্টক গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আরও দু’টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কোন তথ্য জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ ফজলুর রহমানের মালিকানাধীন এফআর জুটমিল লিমিটেড-এ মঙ্গলবার দুপুরের শিপটে কাজ করছিল শ্রমিকরা। ২টা ৫০ মিনিটের দিকে হঠাৎ মিলের ২নম্বর স্টক গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ভয়ে শ্রমিকরা বের হয়ে যায়। দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
ফায়ার সার্ভিসের সূত্র জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে নগরীর বয়রা স্টেশন থেকে ২টি, খালিশপুর থেকে ১টি, দৌলতপুর থেকে ১টি, খানজাহান আলী থেকে ১টি, ডুমুরিয়া থেকে ১টি এবং নওয়াপাড়া স্টেশন থেকে ১টি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল এ প্রতিবেদককে বলেন, তিনটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। উপরের টিনের ছাউনি পুড়ে আগুন ভিতরে পাটজাতদ্রব্যে লেগেছে। তবে, আগুন আর ছড়ানোর সম্ভাবনা নেই। তবে, এখন তারা আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি।