ডেক্স রিপোর্ট : খালেদা জিয়া জেলে থাকলেও বিএনপি আগামি নির্বাচনে অংশ নিতে পারবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলার বাংলাবাজারে এক অনুষ্ঠান শেষে শনিবার তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি আবারো ভুল করবে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, কর্মীদের শান্ত রেখে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘বিএনপি। এটা ভাল সিদ্ধান্ত কারণ ২০১৩ সালে অরাজকতা সৃষ্টি তাদের কোন লাভ হয়নি । দলীয় চেয়ারম্যান জেলে থাকলেও তাদের নির্বাচন করতে অসুবিধা কোথায়।
তোফায়েল আহমেদ বলেন নির্বাচন করবে ধানের শীষ ও নৌকা। আর একটা হলো লাঙ্গল। জামায়াতে ইসলামের নির্বাচন কমিশনের কারণে কোন মার্কা নাই। এইবারে যদি নির্বাচনে অংশগ্রহণ না করে আমাদের কিছু করার নাই। সংবিধান অনুসারে বাংলাদেশে নির্বাচন হবে।