খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ

খালেদা জিয়া/ফাইল ছবি

ডেস্ক  রিপোর্ট :  বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ওই আইনজীবীর নাম লর্ড কারলাইলক। তিনি বিএনপি চেয়ারপার্সনের সব মামলায় দেশীয় আইনজীবীদের সহায়তা করবেন। মূলত ব্রিটেন থেকে মামলাগুলো দেখভাল করবেন, প্রয়োজনে বাংলাদেশেও আসবেন তিনি।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপর তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই আছেন খালেদা জিয়া।

শর্টলিংকঃ