খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার (০৬ মার্চ) বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধনে সভাপতিত্ব করছেন।

মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

এর আগে সোমবার (০৫ মার্চ) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে এই কর্মসূচি ।

এছাড়া ,বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।, একই দাবিতে একই সময় সারাদেশেও এ কর্মসূচি পালন করা হবে।

 

শর্টলিংকঃ