বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে সংবাদ সম্মেলন করবেন । বুধবার বিকেল ৫টায় তার গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।এরআগে রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। তবে কোথায় এবং কখন সংবাদ সম্মেলন হবে তা ওইদিন দলীয় সূত্র নিশ্চিত করেনি।
ধারণা করা হচ্ছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে নিজের এবং দলের অবস্থান জনগণের সামনে তুলে ধরতেই সংবাদ সম্মেলনে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুরনো ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণা করবেন। এই মামলার অন্যতম আসামি খালেদা জিয়া।