বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা প্রদানের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে দুপাশে কাটা তারের মধ্যে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বগুড়া পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, কেন্দ্রীয় বিএনপির সদস্য শোকরানা, সাবেক জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, একেএম আহসানুল তৈয়ব জাকির, একেএম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির সহ সভাপতি ফজলুল বারী বেলাল, জেলা মহিলাদলের সভানেত্রী মিসেস লাভলী রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. নাজমুল হুদা পপন প্রমুখ। এসময় জেলা ও পৌর বিএনপিসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি ভুয়া মামলা দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে। এ মামলা থেকে বেগম জিয়া ও তারেক রহমানকে দ্রুত মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে আরো কঠোর শান্তিপূর্ণ আন্দোলন করবে দেশের সাধারণ মানুষ।