খলিস্তানি জঙ্গি কানাডার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী!

আর্ন্তজাতিক ডেক্স : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুডোর ভারত সফর উপলক্ষে দিল্লিতে নৈশভোজের আয়োজন করেছে সে দেশের দূতাবাস। কিন্তু, বৃহস্পতিবারের ওই ভোজসভায় আমন্ত্রিত এক ব্যক্তিকে নিয়েই এই মুহূর্তে উত্তপ্ত কূটনৈতিক মহল।

কারণ, জসপাল অটওয়াল নামের ওই ব্যক্তি আসলে নিষিদ্ধ খলিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তিনি ওই আন্দোলনের সময় একটি খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামীও বটে। গোটা ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

ভারতের প্রচার বহুল আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদনে বলা হয়, সপ্তাহখানেক ধরে ত্রু়ডো সপরিবার ভারত সফর করছেন। কানাডার সংবাদমাধ্যম-সহ একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে এসেছে।

সেই দলেই রয়েছেন জসপাল। ভারতীয় সংবাদমাধ্যমে জসপালের প্রকৃত পরিচয় নিয়ে লেখালিখি হতেই এ দিনের ভোজসভা থেকে তাঁর নাম বাদ দিয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ। এমন এক জন ব্যক্তি কী ভাবে এ দেশে আসার ভিসা পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শর্টলিংকঃ