কোটি টাকার হেরোইনসহ দুই যুবক আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে কোটি টাকার হেরোইনসহ আটক দুই যুবককে বুধবার (১১ আগস্ট/২১) বিকালে স্থানীয় থানায় সোর্পদ করেছে র‌্যাব -১৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

তারা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আতুয়া হাটা গ্রামের আবুল হোসেনের ছেলে আল আমিন (২২) ও একই উপজেলার মাটিকাটা ভাটা গ্রামর আমিনুল ইসলামের ছেলে নয়ন (২০)।

র‌্যাপিড এ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব)- ১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান,‘এর আগে মঙ্গলবার বিকালে পলাশবাড়ী উপজেলার বৈরী হরিণমারী এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দিগ্ধ একটি ট্রাক তল্লাশী করা হয়। এ সময় ট্রাক থেকে কোটি টাকা মূল্যের ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।’

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মতিউর রহমান জানান,‘আটকদের থানায় সোর্পদের পর র‌্যাবের এসআই আব্দুল কাদের বাদি হয়ে থানায় মামলা দিয়েছেন।’ আগামিকাল বৃহস্পতিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে উপস্থিত করা হবে বলে জানান এই পুলিশ অফিসার।

শর্টলিংকঃ