কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালিতে নিখোঁজের দুইদিন পর ইমরান হোসেন (২৪) নামের এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে কুমারখালির নন্দলালপুর ইউনিয়নের দৌড়গরিয়া গ্রামের মাঠের ভুট্টাক্ষেতে মাথাবিহীন লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানি ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইমরান দৌড়গরিয়া গ্রামের তোক্কেল হোসেনের ছেলে। ইমরানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরনে থাকা প্যান্ট ও গেঞ্জি দেখে ছেলেকে সনাক্ত করেন। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিলো। তবে কি কারণে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এদিকে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইমরানের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।