কী সুবিধা নিয়ে আসছে ফাইভ জি

কী সুবিধা নিয়ে আসছে ফাইভ জি

বিজ্ঞান প্রযুক্তি: সম্প্রতি দেশে চালু হয়েছে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ ব্যবস্থা ফোর জি। অবশ্য উন্নত বিশ্ব এ সুবিধা চালু করেছিল ২০১০ সালেই। বাংলাদেশ যখন ফোর জি যুগে প্রবেশ করল, তখন বিশ্বে প্রস্তুতি নিচ্ছে পঞ্চম প্রজন্মের টেলি-প্রযুক্তি ফাইভ জি ব্যবহারের।

ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু হয়েছে। এটির পরীক্ষা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এজন্য বছরখানেক সময় লাগতে পারে। কী সুবিধা নিয়ে আসছে ফাইভ জি?

প্রথমত, তারবিহীন নেটওয়ার্কিং ব্যবস্থায় বড় ধরনের অগ্রগতি সাধন হবে। বহু ইন্ডাস্ট্রিকে সংযুক্ত করবে এটি। ফাইভ জি মডেম ব্যবহারে লাইন নির্ভর ইন্টারনেট এবং মডেম ব্যবহার উল্লেখযোগ্য হারে কমবে।

দ্বিতীয়ত, ইন্টারনেটে তথ্য আদান-প্রদানে ফোর জি ’র চেয়ে ৫০ থেকে ১০০ গুণ দ্রুত গতির হতে পারে।তৃতীয়ত, মোবাইল ফোন সেবায় এবং এখাতের পুরো ব্যবসায় বড় ধরনের পরিবর্তন সাধিত হতে পারে।

চতুর্থত, শুধু মোবাইল এবং কম্পিউটারে দ্রুত গতির ইন্টারনেট সুবিধা ছাড়াও এটি গাড়ি, যন্ত্রপাতি এবং ফসলের সরঞ্জামাদিকেও সংযুক্ত করতে সহায়তা করবে। পঞ্চমত, আল্ট্রা এইচডি এবং ত্রি-ডি ভিডিও দেখা যাবে। এই ফাইভ জি প্রযুক্তির চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে এই এই পরিবর্তনের জন্য যেসব দেশ প্রস্তুত নয়, তারা পিছিয়ে পড়বে।

শর্টলিংকঃ