
স্পোর্টস ডেস্ক: কারাগারের ভিতরে ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আহত হলেন আর্জেন্টিনার স্ট্রাইকার কার্লোস তেভেজ।
ডাকাতির মামলায় করডোবার এক কারাগারে ১৬ বছরের সাজা ভোগ করছেন তেভেজের ভাই বেতো। তার সাথে দেখা করার উদ্দেশ্যেই কারাগারে গিয়েছিলেন বোকা জুনিয়র্সের এই তারকা। শুধু দেখা করা নয়, কারাগারের মধ্যেই টানা ২০ মিনিট ফুটবল ম্যাচ খেলেন তিনি।
এতেই বিপত্তি। পায়ের কাফ মাসলে টান পড়েছে তেভেজের। এজন্য তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। ইতোমধে চোটের অবস্থা জানতে বোকা জুনিয়র্সে ফিরেছেন তেভেজ।