আবদুর রাজ্জাক (কক্সবাজার): বান্দরবানের লামা উপজেলার কুটিরশিল্প পাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি।
মঙ্গলবার(০৬ মার্চ) সকালে পৌরসভার কুটিরশিল্প পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ ৩ ঘন্টা পর চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে শফিকুল ইসলাম, জসিম উদ্দিন, আবদুল মতিন, মো. সিপন, গোলাম মোস্তফা, ফাহিম, নুরুল ইসলাম ও লোকমানের দোকানসহ ৮ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানে রক্ষিত নগদ টাকা, একটি মোটর সাইকেল, ফার্নিচার, রিক্সার পার্টসসহ প্রায় ৫০লাখ টাকার মালামাল পুড়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু,পৌর মেয়র মো. জহিরুল ইসলামসই প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাত্রে পৌরসভার কুটির শিল্প এলাকার আলী মার্কেটের একটি চা দোকানের চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তি দোকানে ছড়িয়ে পড়লে ৮ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন,পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে।