আবদুর রাজ্জাক কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে মাতারবাড়ীর শীর্ষ সন্ত্রাসী ও ৮ মামলার পলাতক আসামী দেলোয়ার হোসেন প্রকাশ দিলু ডাকাতকে গ্রেপ্তার করেছে ।
মঙ্গলবার (৬ মার্চ) রাত্রে উজেলার মাতারবাড়ী সাইড পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
দেলু ডাকাত উপজেলার মাতারবাড়ী তিতামাঝির পাড়া এলাকার গুনো মিয়ার পুত্র বলে জানা গেছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ (পিপিএম) বার জানান, মঙ্গলবার (৬ মার্চ) রাত্রে মাতারবাড়ী পুলিশ ফাড়ির এস,আই আমিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উজেলার মাতারবাড়ী সাইড পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ মামলার পলাতক আসামী মাতারবাড়ীর শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন প্রকাশ দিলু ডাকাতকে গ্রেপ্তার করে ।
তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা,ধর্ষন ও ডাকাতিসহ ৮ টি মামলা রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।তার গ্রেফতারে এলাকায় স্বস্হি ফিরে এসেছে।