আবদুর রাজ্জাক,কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১৩ বছর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে শামসুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ মার্চ) রাত পৌনে ১২টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজিয়ার ঘোনা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই কিশোরীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
মহেশখালী থানা সূত্র জানায়, গত বছর ওই কিশোরীর মা মারা যাওয়ার পর থেকে বিকৃত মস্তিষ্কের শামসুল মাতৃহীন মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতে থাকে। সোমবার রাতে শিশুটিকে পুনরায় যৌন নির্যাতন করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে রাতে গ্রামবাসীর সহায়তায় মেয়েটি পুলিশের কাছে আসে। এরপর পুলিশ বাবা নামধারী নরপশু শামসুল আলমকে আটক করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ভিকটিম পুলিশের জিম্মায় রয়েছে। ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।