কক্সবাজারে বিপুল পরিমান মাদকদ্রব সহ মিয়ানমার নাগরিক আটক

 

আবদুর রাজ্জাক,কক্সবাজার: ০৫ মার্চ র‍্যাব ৭’ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা জেলার উখিয়া কুতুপালংয়ে অভিযান চালিয়ে ২ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৪৭’হাজার ইয়াবা,সাড়ে ৯’ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৪’ হাজার নগদ টাকাসহ নুর ইসলাম(২৪) নামের “জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিক” মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রবিবার (০৪ মার্চ) রাত ৮ ঘটিকার সময় জেলার উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা,গাঁজা ও নগদ টাকাসহ তাকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী নুর ইসলাম জেলার উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্প এলাকার মো:হোসেনের পুত্র বলে জানা গেছে।

র‍্যাব -৭’র সিনিয়র সহকারী পরিচালক(মিড়িয়া) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী টেকনাফ হতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে কক্সবাজারের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে রবিবার (০৪ মার্চ) রাত ৮ ঘটিকার সময় র্যাব-৭’ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিনের নেতৃত্ব র‍্যাবের একটি আভিযানিক দল কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং শরণার্থী ক্যাম্প এলাকায়  এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতকে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন ‘জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক’। সে উক্ত ইয়াবা ও গাঁজা টেকনাফ থেকে বিক্রয় করার জন্য নিয়ে আসে।গ্রেফতারকৃতকে মাদকদ্রব্যসহ মামলা দায়ের পূর্বক উখিয়া থানায় হস্হান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে প্রকাশ।

 

শর্টলিংকঃ