ওমর সানির হার্টে চারটি ব্লক, রাতেই হচ্ছে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক: হার্টে ব্লক ধরা পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনয়শিল্পী ওমর সানির। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আজ রাতেই তার অস্ত্রোপচার হবে বলে জানা গেছে।

তার হার্টে চারটি ব্লক ধরে পড়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন ওমর সানির ছেলে ফারদীন এহসান।

ওমর সানির জন্য তাঁর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমি ও ছেলে ফারদীন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাবার জন্য দোয়া চেয়ে চলে ফারদীন ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। নায়ক হিসেবে তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘চাঁদের আলো’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘আখেরি হামলা’, ‘দোলা’, ‘কুলি’, ‘আত্ম অহংকার’ ইত্যাদি।

 

শর্টলিংকঃ