বগুড়া প্রতিনিধি : বগুড়ায় অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১২। রবিবার সকালে শহরের জহুরুল নগর এলাকায় স্বপ্ননীড় ছাত্রাবাসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সদস্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার শিবপুর এলাকার জালাল মিয়ার ছেলে রবিউল ইসলাম(১৯)। রবিউল গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী। সোহান পারভেজ নামে একটি ফেসবুক আইডি থেকে এসব প্রশ্ন ও উত্তরপত্র বিতরণ করে আসছিল। এই আইডি থেকে ৯টি বিষয়ে প্রশ্নপত্র ও উত্তরপত্র পাওয়া গেছে।
নিজ কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান পিএসসি জানান, র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া সদর থানাধীন জহরুল নগর এলাকার একটি ছাত্রাবাসের সামনে অভিযান পরিচালনা এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সক্রিয় সদস্যকে কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিউল ইসলাম প্রশ্ন ফাসকারী ৩/৪ জনের একটি চক্র। এ চক্র ফেসবুকে প্রশ্নপত্র এবং এমসিইউ উত্তরপত্র সংগ্রহকারীদের যুক্ত করে। পরে প্রত্যেক্ষ বিষয় পরীক্ষা আগের দিন প্রশ্নপত্র দিয়ে বিকাশে টাকা নেয় এবং পরীক্ষার ১ ঘন্টা আগে উত্তরপত্র দিয়ে আসছে। এ চক্রের প্রধান সোহান পারভেজসহ অন্যদেরকে গ্রেফতারের র্যাব চেস্টা চালিয়ে যাচ্ছে।