
ডেস্ক রিপোর্ট: গোখরো সাপ উদ্ধারে তলব করা হলো ফায়ার সার্ভিসকে। তারা সাপটিকে ধরতে না পেরে সাপের খামারিকে ডাকে। পরে খামারি এসে সাপটি উদ্ধার করে।
শুক্রবার সকালে রাজশাহী নগরের কুমারপাড়া এলাকার সরজিত বাগচির বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক সরজিত বাগচি জানান, ভোরের আমার মেয়ে অতসী তার শোয়ার ঘরের ছাদের নিচে থাকা কাঠের তীরের ওপর একটা সাপ দেখতে পায়। সে আতঙ্কে চিৎকার শুরু করে। তার চিৎকারে পরিবারের সবাই ছুটে যায়। এসময় আতঙ্কে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, সাপটি যেখানে ছিল সেখান থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। তখন আমরা পবা উপজেলার সাপের খামারি বোরহান বিশ্বাসকে ডাকি। তিনি এসে সাপটিকে ধরেন।
বোরহান বলেন, গোখরো সাপটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর। এটি অত্যন্ত বিষধর। সাপটি সুস্থ আছে। সাপটিকে তার বাড়িতে ‘সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রে’ রাখা হয়েছে।