একদিন পর সুন্দরগঞ্জ আসনে উপনির্বাচন


স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ২৯ নম্বর আসন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ। এ আসনে দ্বিতীয় দফা উপনির্বাচন ১৩ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সেই হিসেবে নির্বাচনের বাকী আরমাত্র একদিন।

সুন্দরগঞ্জের পৌর এলাকাসহ ১৫ টি ইউনিয়নে ১০৯ টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ৮৩ টি ও ২৬টি কেন্দ্র সাধারণ ঝঁকিপূর্ণ হিসেবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে চিহিৃত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া জানান, কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ১ হাজার ৭’শ ৬০ জন পুলিশ ও ৮’শ ৭২ জন আনছার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়াও ২৫ জন ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবি সার্বক্ষনিক নিয়োজিত থাকবে।

এ উপনির্বাচনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি (জাপা) সহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, আওয়ামীলীগের আফরোজা বারী (নৌকা), জাপার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি (লাঙ্গল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) ও এনপিপির জিয়া জামান খাঁন (আম)। এদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থীর সঙ্গে জাপা প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মন্তব্য করেছেন ভোটাররা। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৬৩৪ জন ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৬২২ জন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর আওয়ামীলীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর এ আসনে গত বছরের ২২ শে মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গোলাম মোস্তফা আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। কিন্তু তিনি ১৮ নভেম্বর সুন্দরগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেলে আসনটি পুনরায় শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

শর্টলিংকঃ