উল্টে পড়লো বাঁশবোঝাই ট্রাক

দিনাজপুর: ট্রাকটি ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল নেওয়ায় দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ি বিশ্বরোড এলাকায় বাঁশবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বৃহস্পতিবার (১ মার্চ) সকালে নিমনগর বালুবাড়ি বিশ্বরোড এলাকায় উল্টে গিয়ে দিনাজপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সীমানা প্রাচীরের উপর গিয়ে ট্রাকটি পড়ে। এসময় সীমানা প্রাচীরের অনেক অংশ ভেঙে যায়।

স্থানীয়রা জানান, দশমাইল থেকে দিনাজপুর শহর হয়ে ঢাকা যাওয়ার সময় বাঁশবোঝাই ট্রাকটি পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে গতিরোধকের ওপর দিয়ে যাচ্ছিল। কিন্তু  ধারণক্ষমতার অতিরিক্ত ভার বেশি হওয়ার কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পলিটেকনিক্যালের সীমানা প্রাচীর ভেঙে যায়। এ ঘটনায় চালক ও হেলপার পলিয়ে যায়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে দশের খবরকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

শর্টলিংকঃ