ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার  নিয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

পাবনা :  ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছেন পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল হক পিন্টু (৩২)। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর পাকার মোড় এলাকায় রোববার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত পিন্টু পাকশি ইউনিয়নের চর-রূপপুর গ্রামের আজাদ মাল এর ছেলে।

পাবনার এএসপি জহুরুল হক জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৫ সালের ১ জুন একই দলের ছাত্রলীগকর্মী টুনটুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাঁধের নিচ থেকে বাম হাত কেটে বিছিন্ন করা হয়। তারই জের ধরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রতিপক্ষরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে। এসময় পিন্টুর শরীরে তিনটি গুলি লাগে। পরে রামদা ও চাপাতি দিয়ে কোপানো হয়। স্থানীয়রা তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিলে অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী পাঠানো হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি  আজিম উদ্দিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

শর্টলিংকঃ