কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরের ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর উপজেলার ঈদগাও ইউনিয়নের ভোমারিয়া ঘোনায় এলাকার বুধবার ভোর রাতে এ ঘটনায় তিনটি বাড়ি ঘরের প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
নিহতরা হলেন,স্থানীয় রশিদ আহমদের ছেলে নবম শ্রেনীর ছাত্র আবদুল্লাহ (১৫) ও তার নাতি শাহরিয়ার (৮)।
স্থানীয়রা জানান,ওই গ্রামের রশিদ আহমদের বাড়িতে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ৩ বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মো: আবদুল্লাহ ও শিশু শহরিয়ার মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম ‘দশের খবর”কে বিষয়টি নিশ্চিত করেছেন।