আহতদের সুস্থ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Image result for প্রধানমন্ত্রী

ডেস্ক  রিপোর্ট :  নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের কার কী প্রয়োজন, সেই খোঁজ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ মার্চ) গণভবনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘সাধ্যমতো চেষ্টা করছি, পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করার। তাদের কার কী প্রয়োজন, তা দেখার নির্দেশ দিয়েছি।’

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা কমিশনের দুজন অফিসারও সেই বিমানে সেমিনারে যাচ্ছিলেন। আমরা তাদের হারিয়েছি। সিআরআই (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন)-তে কাজ করছিল একজন, তিনিও মারা গেছেন।

মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।

গত সোমবার (১২ মার্চ) চার ক্রু ও ৬৭ যাত্রীসহ মোট ৭১ জন আরোহী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর দু’টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে সেটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১ জন। এর মধ্যে বাংলাদেশের নাগরিক ২৬ জন।

শর্টলিংকঃ