আসছে মেডিকেল টেকনোলজিষ্টদের  অনির্দিষ্টকাল কর্মবিরতি  ঘোষণা

তিন দফা দাবি বাস্তবায়নে মেডিকেল টেকনোলজিষ্টদের কর্মসূচি

রতন রায়:  আজ রোববার সরকারি-বেসরকারিসহ সারাদেশে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির পালন করছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) । এরআগে গত বৃহস্পতিবার এক কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় বলা হয়, প্রকাশিত নিয়োগ বিধিমালা সংশোধন সহ ৩ দফা তথা- নিয়োগের ক্ষেত্রে দশম গ্রেড প্রদান, নতুন পদ সৃষ্টিসহ স্থগিতকৃত নিয়োগ চালু ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মবিরতির ডাক দেয় বিএমটিএর নেতৃবৃন্দ ৷ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব, মো: আসিক রহমান জানান, ১লা এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা ১২টা (৩ঘন্টা) এবং ৬ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ন দিবস কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, উল্লেখিত ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে আসছে বিএমটিএ। স্বাস্থ্যমন্ত্রী তিনটি দাবি মেনে নিয়ে আশারুপ প্রতিশ্রুতি প্রদান করলেও তা বাস্তবায়ন করা হয়নি এখোন৷ বিগত ২০১০ সালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দশম গ্রেডের জন্য সুপারিশ প্রদান করা হলেও অজানা কারণে তা বাস্তবায়ন করা হয়নি বলে জানান উক্ত সমস্যার ভূক্তভুগি মেডিকেল টেকনোলজিষ্ট রা ৷

শর্টলিংকঃ