আশুলিয়ায় ইফাদ গ্রুপের কারখানায় আগুন

ছবি: প্রতীকী

সাভার: আশুলিয়ায় ইফাদ গ্রুপের কেক তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মার্চ) ভোর ৬টায় বড় রাঙ্গামাটিয়া এলাকার ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্ক লি. গ্রুপে এ ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও কারখানা সূত্র জানায়, বুধবার ভোর ৬টার দিকে ইফাদ গ্রুপ্রের ৩য় তলা থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা । মুহূর্তের মধ্যেই আগুন কারখানার চারপাশে ছড়িয়ে পড়তে থাকে । এসময় কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে । তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’ তবে প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

শর্টলিংকঃ