আর্জেন্টিনাকে দাঁড়াতেই দিলো না বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেলের ম্যাচে মেসি-ডি মারিয়াদের দেশের দলটিকে ৭২-২৩ পয়েন্টে হারায় লাল-সবুজের দলটি।

শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দুর্দান্ত খেলে ম্যাচসেরার পুরস্কার হাতে তুলেছেন বাংলাদেশের মিজানুর রহমান। খেলায় ৫, ১০, ১৫, ২১, ২৮ এবং ৩৯ মিনিটে লোনা অর্জন করে বাংলাদেশ। ক্রিকেট ও জাতীয় খেলা কাবাডি দুই খেলাতেই বাংলাদেশ জয়লাভ করেছে। পোল্যান্ডের পর এবার আর্জেন্টিনাকে দাঁড়াতেই দিলো না বাংলাদেশ।

খেলার প্রথম থেকেই আর্জেন্টিনার উপর চড়াও হয়ে খেলতে থাকেন সাজুরাম গয়াতের শিষ্যরা। প্রথম রেইডেই বোনাস থেকে এক পয়েন্ট এনে দেন অধিনায়ক তুহিন তরফদার। একে একে আট পয়েন্ট তুলে নেন তারা। খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই একটি লোনা আদায় করে তিন পয়েন্ট অর্জন করে বাংলাদেশ।

একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দ্রুতই ১৩-০ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য পরের রেইডেই প্রথম পয়েন্ট আদায় করে নেয় আর্জেন্টাইনরা। ১৫ মিনিটের মধ্যে তিনটি লোনা আদায় করে নিজেদের আধিপত্যের জানান দেন তুহিন তরফদাররা।

প্রথমার্ধে ৪৪-৮ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে খেলতে থাকেন তুহিন, রাসেল, সবুজরা। খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগেও একটি লোনা পায় বাংলাদেশ। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ষষ্ঠ লোনার মুখ দেখে স্বাগতিকরা।

শর্টলিংকঃ