আযান না দেওয়ায় নবজাতক খুন

পলাশবাড়ীতে নবজাতকে হত্যার অভিযোগে আটক সাজু মিয়া । ছবি-দশের খবর

স্টাফ নিপোর্টার : গাইবান্ধার পলাশবাড়ীতে  জন্ম নেওয়ার চারঘন্টা পর খুন হয়েছে এক  নবজাতকক। হত্যার অভিযোগে ওই নবজাতকের পাষান্ড পিতা সাজু মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ। রোববার রাত 10 টার দিকে উপজেলা সদরের মা ক্লিনিক এন্ড নাসিং হোমে এ ঘটনা ঘটে। সাজু মিয়া  গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের মোল্লাপারা গ্রামের সুলতান সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, সাজু মিয়া তার স্ত্রী সাহেরা বেগমকে (২৮)সন্তান প্রসবের বেদনা উঠলে  রোববার সন্ধ্যা ৬ টার দিকে ওই ক্লিনিকে ভর্তি করান। সেখানে রাত ৯ টার দিকে সাহেরা একটি ছেলে সন্তান জন্ম হয়। এ সময় সাজু মিয়া জন্ম নেওয়া নবজাতককে আছার দিয়ে হত্যা করেন বলে নিশ্চিত করেন ঘটনার প্রত্যক্ষদর্শি দুবলাগাড়ী গ্রামের আব্দুল করিমের স্ত্রী ফরিদা বেগম (৪৫)। তিনি আরও বলেন, শিশুটি জন্ম নেওয়ার সময় আযান না দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুটিকে হত্যা করেন।

পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাজু মিয়াকে আটক করা হয়েছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

শর্টলিংকঃ