প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। সোশ্যাল মিডিয়ায় সৌজন্যে এই নামটি এখন অধিকাংশ দর্শক জানেন। চেনেন প্রিয়ার দু’চোখের ইশারা।
ভ্যালেন্টাইন-সপ্তাহেই দু’চোখের হাল্কা ইশারায় স্কুল জীবনের প্রেমের অনেক ঘটনাই দর্শকদের মনে করিয়ে দিয়েছেন এই ডেবিউটান্ট মালয়ালম অভিনেত্রী।
এ বার তাঁকে নিয়ে নাকি হতাশা প্রকাশ করলেন ঋষি কপূর।
অন্য অনেক বিষয়ের মতোই প্রিয়াকে নিয়েও টুইটারে নিজের মতামত প্রকাশ করেছেন ঋষি। আর সেখানেই উঠে এসেছে তাঁর হতাশা।
আনন্দবাজার পত্রিকা জানায় এটা হতাশাই বটে! কারণ ঋষি লিখেছেন, ‘আচ্ছা, আমার সময়ে তুমি এলে না কেন?’
হয়তো মজা করেই ঋষি এই হতাশা প্রকাশ করেছেন! অন্তত এমনটাই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।