জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক প্রেমিক যুগল।
বুধবার (১৪ মার্চ) দুপুরে মাদারগঞ্জের ঝারকাটা ব্রিজ সংলগ্ন একটি কাঠ বাগান থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- মাদারগঞ্জের নলছিয়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে সুজন মিয়া (২৫) ও ইসলামপুরের নোয়ারপাড়ার কালাম মণ্ডলের মেয়ে জয়া আক্তার (২২)।
স্থানীয়রা জানান, সকালে এক ট্রাক্টরচালক মাটি নেয়ার জন্য নদীর দিকে যাওয়ার সময় ঝাড়কাটা ব্রিজের কাছে বাগানের একটি গাছের ডালে তাদের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার পরিপার্শ্বিকতা দেখে প্রেমঘটিত ব্যাপার বলেই ধারণা করা হচ্ছে। উভয়ের অভিভাবকদের থানায় ডাকা হয়েছে, তাদের কাছে জেনে বিস্তারিত বলা যাবে।