
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী শামা সিকান্দারের ইনস্টাগ্রাম অনুসারীরা জানেন, এই নায়িকা প্রায়শই খোলামেলা ছবি শেয়ার করেন। তার টপলেস ছবি নিয়ে অনেকবারই বিতর্ক হয়েছে। তবে নিন্দুকের কথায় কান দেয়ার পাত্রী নন শামা। তাইতো আবারও টপলেস হয়ে ভক্তদের সামনে এলেন।
সম্প্রতি শামা সিকান্দার তার ইনস্টাগ্রামে নতুন একটি টপলেস ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বোল্ড অবতারে দেখা যাচ্ছে। তবে এই ছবিতে তাকে অনিন্দ্য সুন্দরীও দেখাচ্ছে।
তবে নেটিজেনরা এত সহজে নেননি শামার এই খোলামেলা ছবি। যাচ্ছেতাই মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। প্রশ্ন তুলছেন, এটা কি সৌন্দর্য নাকি অশ্লীলতা? আবার কেউ বলছেন, তার স্বপ্নই হচ্ছে চারদিকে নগ্নতা ছড়িয়ে দেয়া।
তবে সমালোচকদের কথায় কান দেননি শামা। এমনকি তাদের কোনও মন্তব্যের রিপ্লাইও দেননি তিনি।