আফরিনে তুরস্কের হামলায় নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় আফরিনে সরকারপন্থী বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে তুরস্ক। হামলায় অন্তত ৩৬ নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওওএইচআর)।

বিবিসির অনলাইনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিরিয়ার উত্তরাঞ্চলীয় কাফর জিনে একটি ক্যাম্পে এ হামলা চালানো হয়। গত দুই দিনে তৃতীয়বারের মতো সিরিয়ার সরকারপন্থীদের ওপর বিমান হামলা চালালো তুর্কি বাহিনী।

ওয়াইপিজির মিত্র আরেক কুর্দি গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক বাহিনী (এসডিএস) এক বিবৃতিতে জানায়, সিরীয় মিত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ক্যাম্পগুলো লক্ষ্য করে টানা পাঁচ ঘণ্টা বিমান হামলা চালায় তুর্কি বাহিনী। তবে হামলার ঘটনা কোথায় ঘটে তা সম্পর্কে কিছু জানায়নি তারা।

এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম বলেন, ‘আমরা জঙ্গিদের কাছ থেকে রাজো এলাকার দখলদারিত্ব নিতে সক্ষম হয়েছি। তুর্কি বাহিনী রাজো শহরটির প্রায় ৭০ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। শহরটি আফরিন শহর থেকে মাত্র ১৬ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।’

এক প্রতিবেদনে জানা যায়, আফরিনে তুর্কি বাহিনীর আধিপত্য নিয়ে চলতি বছরের শুরু থেকে তিন শতাধিক সৈন্য নিহত হয়েছে।

গত তিন দশক ধরে তুরস্কের সাথে যুদ্ধ করে আসছে পিকেকে। তুরস্ক সরকার মতে, ওয়াইপিজেও পিকেকের অন্তর্ভুক্ত একটি সন্ত্রাসী গ্রুপ যা যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা পরিচালিত।

শর্টলিংকঃ