দশের খবর ডেস্ক: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাচন আগামী ২১ ও ২২ মার্চ। ১ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ দাখিল, একই দিন বিকাল সাড়ে পাঁচটায় বাছাই এবং ১৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা রয়েছে এ তথ্য জানিয়েছেন সুপ্রিমকোর্ট বার এর সুপারিনটেনডেন্ট নিমেষ চন্দ্র দাস।
তিনি বলেন, সুপ্রিমকোর্ট বার নির্বাচনে এ বছর ৬ হাজার ২১২ জন ভোটার রয়েছেন। আগামী ২১ ও ২২ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে মাঝে ১ ঘন্টা বিরতি।
সুপ্রিমকোর্ট বার এর কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্যের পদ রয়েছে। বিগত বছরগুলোর নির্বাচনে দেখা গেছে এখানে প্যানেল ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।
একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিতদের হচ্ছে সাদা প্যানেল। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনাদের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল।